শেয়ার করুন বন্ধুর সাথে

একটি মিনি ফ্যান প্রতি মিনিটে কতবার ঘোরে সেটা নির্ভর করে তড়িৎ কোষ বা তড়িৎ শক্তির উপর। তড়িৎ শক্তি বা প্রবাহ যত বেশি হবে ফ্যানিটও তত বেশিবার ঘুরবে। মনে করেন একটি মিনি ফ্যানের ব্যাটারিতে চার্জ একদম কম তাহলে অবশ্যই প্রতি মিনিটে ফ্যানটি কম ঘুরবে এবং যখন ব্যাটারির চার্জ বেশি থাকবে তখন ফ্যানটি দ্রুত বা বেশিবার ঘুরবে। তাই একটি মিনি ফ্যান সাধারণত প্রতি মিনিটে কতবার ঘোরে সেটা বলা যায় না।