❖ পরীক্ষা বা ইন্টারভিউ এর এর জন্য বিশেষ কোন দুআ কুরআন- সুন্নায় বর্ণিত হয় নি। তাই সাধারণভাবে মহান আল্লাহর নিকট নিজের প্রয়োজনে সাহায্য প্রার্থনা করতে হবে। তবে নিম্নের দুআ দুটি পড়া যেতে পারে: ﺭَﺏِّ ﺍﺷْﺮَﺡْ ﻟِﻲ ﺻَﺪْﺭِﻱ ﻭَﻳَﺴِّﺮْ ﻟِﻲ ﺃَﻣْﺮِﻱ ﻭَﺍﺣْﻠُﻞْ ﻋُﻘْﺪَﺓً ﻣِّﻦ ﻟِّﺴَﺎﻧِﻲ ﻳَﻔْﻘَﻬُﻮﺍ ﻗَﻮْﻟِﻲ উচ্চারণ: রাব্বিশ রাহলী সাদরী ওয়া ইয়াসসিরলী আমরী ওয়াহলুল উক্বদাতাম মিল্লিসানী ইয়াফকাহু ক্বাওলী। “হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন যেন তারা আমার কথা বুঝতে পারে।” (সূরা ত্বাহা: ২৫-২৮) আরও পড়া যেতে পারে: (( ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻟَﺎ ﺳَﻬْﻞَ ﺇﻻَّ ﻣَﺎ ﺟَﻌَﻠْﺘَﻪُ ﺳَﻬْﻼً، ﻭﺃﻧْﺖَ ﺗَﺠْﻌَﻞُ ﺍﻟﺤَﺰْﻥَ ﺇﺫَﺍ ﺷِﺌْﺖَ ﺳَﻬْﻼً )) উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান, ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শিইতা সাহলান। অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেন সেটা ছাড়া কোন কিছুই সহজ নয়। যখন চান তখন আপনি কঠিন বিষয়কে সহজ করে দেন।(সহীহ ইবনে হিব্বান, সহীহ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ