শেয়ার করুন বন্ধুর সাথে

ধাতুর সাথে যখন কোন ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি বলে। যেমন – √চল্ (ক্রিয়া প্রকৃতি) +অন্ত = চলন্ত, √কৃ (ক্রিয়া প্রকৃতি) + তব্য = কর্তব্য ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ