Share with your friends

HF একটি শক্তিশালী এসিড। এটি কাঁচের সাথে বিক্রিয়া করে কাঁচের ক্ষয় ঘটায়। কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের সাথে বিক্রিয়া করে কাঁচকে ক্ষয়প্রাপ্ত করে। HF এসিড কাঁচের উপাদান সোডিয়াম সিলিকেটের(Na₂SiO₃) সাথে বিক্রিয়া করে দ্রবণীয় হাইড্রোফ্লোরো সিলিসিক এসিড(H₂SiF₆) তৈরি করে। ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়।  Na₂SiO₃+6HF -----> 2NaF + SiF₄ + 3H₂O  SiF₄ + 2HF ----> H₂SiF₆

Talk Doctor Online in Bissoy App