শেয়ার করুন বন্ধুর সাথে

পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বিভিন্ন রাসায়নিক বিকারক ব্যবহার করা হয়। এসব রাসায়নিক  বিকারক আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। তবে রসায়ন চর্চা ছাড়া আধুনিক জীবনযাত্রা ব্যাহত হয়। এজন্য আমাদের পরিবেশ দূষণ হ্রাস করে রসায়ন চর্চা করতে হবে।  এই জন্য গ্রিন কেমিস্ট্রির ধারণা প্রদান করা হয়। এতে ঝুঁকিপূর্ণ রাসায়নিক বিকারকের পরিবর্তে পরিবেশের ক্ষতি করে না এরূপ বিকারক ব্যবহার করতে হবে। সেই সাথে অল্প পরিমাণ রাসায়নিক বিকারক ব্যবহার করে পরীক্ষা কার্য সম্পন্ন করতে হবে। যাতে করে রাসায়নিক বর্জ্যের পরিমাণ কম উৎপন্ন হয়।  এই ধারণা থেকে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করা হয়।   মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 0.05g - 0.2g কঠিন নমুনা এবং 2ml - 4ml তরল নমুনা ব্যবহার করে গবেষণা কার্য পরিচালনা করা হয়।  এত অল্প নমুনা ব্যবহারের কারণে রাসায়নিক বর্জ্যের পরিমান খুবই নগন্য হয়। তাই পরিবেশ দূষণের মাত্রাও নগণ্য হয়। এইজন্য মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে অল্প পরিমাণ নমুনা ব্যবহার করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ