শেয়ার করুন বন্ধুর সাথে

পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার গতিপথ সরলরৈখিক হলে সৃষ্ট ত্বরণ সর্বদা সাম্যবিন্দুর দিকে এবং সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক হয়। এরূপ কণার গতিকে সরল ছন্দিত গতি বলে। স্বল্প বিস্তারে সরল দোলকের গতি, পানিতে সৃষ্ট তরঙ্গের গতি, স্থিতিস্থাপক মাধ্যমে সৃষ্ট কম্পন, সুরেলী কাঁটার বাহুর স্পন্দন, স্প্রিংজনিত স্পন্দন গতি হচ্ছে সরল ছন্দিত গতি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ