শেয়ার করুন বন্ধুর সাথে

চ্যানক্রয়েড হল একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ যার ফলে যৌনাঙ্গে ঘা-এর সৃষ্টি হয়। ব্যাক্টেরিয়াম বা রোগজীবাণু হ্যামোফিলাস ডুক্রেয়ি চ্যানক্রয়েড হওয়ার জন্য দায়ী। এটি যৌন অথবা অযৌন সংসর্গেও হতে পারে। এটা সাধারণত লিঙ্গাগ্রচর্মছেদন না করা পুরুষদের মধ্যে অধিক দেখা যায় চর্মছেদন করানো নারী ও পুরুষদের তুলনায় এবং বিশেষত উন্নয়নশীল দেশে ও  যৌন কর্মীদের মধ্যে বেশী দেখা যায়। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (HIV) সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারণগুলির মধ্যে চ্যানক্রয়েড একটি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ