উত্তর - তাঁর প্রথম প্রকাশিত (কল্পনাধর্মী এবং কাব্যধর্মী) উপন্যাস তৃণখণ্ড (১৯৩৫)-কে চম্পূ কাব্য বলে উল্লেখ করেছেন। ¤ চম্পূ কাব্য বলে উল্লেখ করার কারণ :- সংস্কৃতে গদ্য ও পদ্যের মিশ্রণের আঙ্গিকে রচনাকে চম্পূ কাব্য বলা হয়। যেহেতু এই উপন্যাসটি গদ্য ও পদ্যের মিশ্রণের আঙ্গিকে রচিত। তাই তৃণখণ্ড (১৯৩৫) উপন্যাসকে ঔপন্যাসিক বলাইচাঁদ মুখোপাধ্যায়, ওরফে বনফুল চম্পূ কাব্য বলে উল্লেখ করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ