শেয়ার করুন বন্ধুর সাথে

চাহিদার স্থিতিস্থাপকতা: চাহিদাবিধির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল চাহিদার স্থিতিস্থাপকতা । অর্থনীতিতে সাধারন একটি  চলকের পরিবর্তন হলে তার প্রভাব অন্য চলকের উপর পরিলক্ষিত হয় । চাহিদার স্থিতিস্থাপকতা প্রকাশ করে  স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে অধীন চলকের কি পরিমাণ পরিবর্তন ঘটে । বিবেচ্য কোন একটি স্বাধীন চলকের শতকরা পরিবর্তন হলে নির্ভরশীল চলকের কি হারে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে।চাহিদার স্থিতিস্থাপকতা একটা আপেক্ষিক বা তুলনামূলক ধারণা । তাই বলা যায় , কোন একটি স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় , এ দুয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। অধ্যাপক মার্শালের মতে , দাম পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুত বা ধীরগতিতে পরিবর্তিত হয় তাই চাহিদার স্থিতিস্থাপকতা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ