শেয়ার করুন বন্ধুর সাথে

ধাতু বা শব্দের সঙ্গে প্রত‍্যয় যোগ করলে দেখা যাবে প্রত‍্যয়ের কিছু অংশ নবগঠিত ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং বাকি অংশটুকু লোপ পায়। প্রত‍্যয়ে এই লোপ পাওয়া অংশটিকেই #ইৎ বলে। যেমন - √চল্ + শতৃ = চলৎ --- এখানে দেখা যাচ্ছে প্রত‍্যয়ের শুধুমাত্র ত(ৎ) শব্দে যুক্ত হয়েছে এবং বাকি অংশ অর্থাৎ শ এবং ঋ লোপ পেয়েছে। দেখা যাচ্ছে- শ এবং ঋ - এর ইৎ হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ