এইটা এলার্জি জনিত শ্বাসকষ্টের জন্য হচ্ছে। সত্যি বলতে এই সমস্যা থেকে একেবারে সমাধানের কোন উপায় নেই। তাই আপনাকে বের করতে হবে ঠিক কোন কোন কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, অনেকের ধোলাবালি বা ঠান্ডা পানিতে এই সমস্যা বেশী হয়। অনেকের শুধু শীতকালে সমস্যাটা খুব বেশী হয়। এইটা একেবারে সমাধানের কোন উপায় নেই। আপনি এমকাস্ট-10 (0+0+1) এলাট্রল (0+0+1) আর খুব বেশী যদি সমস্যা হয় মানে মারাত্মক পর্যায়ে চলে যায় তবে (এজমাসল বা সালপ্রেক্স) ইনহেলার এর 2 সার্প নিতে পারেন। অনেকের ইনহেলারে মারাত্মক ভয়, ধারণা যে একবার ইনহেলার নিলে আর ছাড়া যায়না এটা ভুল ধারণা। আপনি ডাক্তারের পরামর্শ নিন, এখন অনেক চিকিৎসা অনেক উন্নত, নিয়মিত কাউন্সিলিং করলে এ রোগ সম্পূর্ণ দমিয়ে রাখা যায়। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।

Talk Doctor Online in Bissoy App