শেয়ার করুন বন্ধুর সাথে

এর পিছনে কিছু কারন রয়েছে ।যেমন- তারা বড় এবং ভারী স্যুটে থাকে । তারা কম গ্রাভিটেশন্যাল ফোর্সে থাকে তাই গ্রাভিটির সাহায্য নিয়ে চলাফেরা করতে তথা নড়তে পারে না । দ্বিতীয় পয়েন্টটায় কিছু ব্যাখ্যা দরকার । পৃথিবীতে আপনি ম্যাধ্যাকর্ষনের সাহায্য নিয়ে যেকোন দিকে নড়াচড়া করতে পারেন ।এটি আপনাকে মাটিতে না টানলে আপনার পা পৃথিবীর বিরুদ্ধে চাপবে না এবং ফলস্বরূপ, আপনি নিজেকে সামনের দিকে ঠেলে দিতে পারবেন না। আপনি পা দিয়ে কোন সমতল পৃষ্ঠে যে পরিমাণ পার্শ্ববর্তী বল প্রয়োগ করতে পারেন তা ঘর্ষণের সমানুপাতিক । আবার ঘর্ষন ভূপৃষ্ঠের স্বাভাবিক বলের ( লম্ব) পরিমানের সাথে সমানুপাতিক । শুন্য বা নিম্ন মাধ্যাকর্ষণে স্বাভাবিক বল টা শুন্য বা অনেক নিম্ন মানের হয় , তাই পার্শ্ববর্তী বলের পরিমান ও অনেক কমে যায় ।যেহেতু , ত্বরণ বলের সমানুপাতিক তাই ত্বরন ও বেশ কমে যেতে দেখা যায় । তাই আমরা গ্রাভিটির উপর নির্ভর করি আমাদের থামানোর জন্য । আমরা কোন গতি শুরু করার জন্য যে ত্বরণ দিয়ে শুরু করি , সেটা মন্দনে পরিনত হয় যখন আমরা থামতে চাই ।তাড়াতাড়ি থেমে যাওয়ার এই প্রবনতা ছাড়া মহাশুন্যে লোকেরা এমন গতি তৈরি করতে চায় না যা তাদের সেখান থেকে দূরে সরিয়ে রাখে যেখানে তারা যেতে চায় (স্পেসশিপের ভেতরে , বাইরে না ) বা যা তাদের নিক্ষিপ্ত করতে পারে কোনকিছুর দিকে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ