রোমান্টিকতা এবং প্লেটোনিকতাপূর্ণ কথা। তবে বাস্তববাদীরা এ কথা বিশ্বাস করে না। ভালোবাসা মনের বিষয়। ভালোবাসা থাকলে যে ভালোবাসে সে সবসময় যাকে ভালোবাসে তার যত্ন নেয়। তার কষ্ট ও বিরক্ত হতে দেখতে চায় না। সে(যে ভালোবাসে) চায় সে(যে ভালোবাসে) যাকে ভালোবাসে সে যেন সুখে থাকে, দুধে-ভাতে থাকে। সব কাজ যত্নসহকারে করে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাপারটা কী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ