শেয়ার করুন বন্ধুর সাথে

অক্সিজেন অন্য মৌলের সাথে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যে দ্বি-মৌল যৌগ উৎপন্ন করে তাকে অক্সাইড (Oxide) বলে। অক্সাইডসমূহ অম্লীয়, ক্ষারীয়, উভধর্মী বা নিরপেক্ষ প্রকৃতির হতে পারে। সাধারণত ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় এবং অ-ধাতুর অক্সাইডগুলো অম্লীয় হয়। কয়েকটি অক্সাইডের নাম ১. নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) ২. সোডিয়াম অক্সাইড (Na2O) ৩. পটাসিয়াম অক্সাইড (K2O) ৪. ফসফরাস পেন্টাঅক্সাইড (P₄O₁₀) ৫. ক্যালসিয়াম অক্সাইড (CaO)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ