শেয়ার করুন বন্ধুর সাথে

নিউক্লিওটাইড (ইংরেজি: Nucleotides) এক ধরনের জৈবিক অণু যা মনোমার এবং ডিএনএ  ও আরএনএ-এর সাব ইউনিট হিসেবে কাজ করে। ৫-কার্বন বিশিষ্ট শ্যুগার (পেন্টোজ শ্যুগার), ডিঅক্সি রাইবোজ, একটি নাইট্রোজেনঘটিত ক্ষারক অ্যাডেনিন এবং একটি ফসফেট গ্রুপ এর গাঠনিক উপাদান। নিউক্লিওটাইড কোষে শক্তির প্যাকেট নিয়ে যায় নিউক্লিওসাইড ট্রাইফসফেটের (এটিপি, জিটিপি, সিটিপি এবং ইউটিপি) আকারে যা বিপাকীয় প্রক্রিয়াতে মূল ভূমিকা পালন করে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ