শেয়ার করুন বন্ধুর সাথে

ক) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস- করুণা, ১৮৭৭-৭৮ সালে । খ) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ- ‘কবিকাহিনী, ১৮৭৮ সালে। গ) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য- ‘বাল্মীকি প্রতিভা ১৮৮১ সালে। ঘ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ- য়্যুরোপ প্রবাসীর পত্র, ১৮৮২ সালে। ঙ) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস – বৌঠাকুরাণীর হাট, ১৮৮৩ সালে। চ) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ- ‘বিবিধপ্রসঙ্গ, ১৮৮৩ সালে। ছ) রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস- চোখের বালি। জ) প্রথম ছোট গল্প -ভিখারিনী ঝ) রবীন্দ্রনাথ এর প্রথম রচনা সংকলন -চয়নিকা ঞ) প্রথম কবিতা ও ১ম প্রকাশিত রচনা -হিন্দুমেলার উপহার। ট) প্রথম প্রকাশিত উপন্যাস -বৌ ঠাকুরানীর হাট ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ