শেয়ার করুন বন্ধুর সাথে

ইসলামী ঐতিহ্যে, আদ জাতি বা আদিত্যদেরকে প্রথম আরব দেশের বাসিন্দা হিসেবে বিশ্বাস করা হয়। তারা প্রাচীন আরব বা ধ্বংসপ্রাপ্ত আরব বাসিসমূহ নামে পরিচিত। আদের মৃত্যুর পর, তার পুত্র শাদিদ এবং শেদাদ আদিত্যদের উপরে উত্তরাধিকারসূত্রে শাসন করেন। তারপর থেকে আদ শব্দটি সকলের জন্য একটি অ্যাড অবতীর্ণ সমষ্টিগত হয়ে ওঠে। আদ জাতির উপর আল্লাহ্‌ তাআলা হুদ (আ:)-কে তাদের জন্য নবী করে পাঠিয়েছিলেন। ইসলামী ঐতিহ্য অনুযায়ী, আদ জাতি হচ্ছে নূহের পুত্র( আরবি: سام بن نوح‎‎, সাম ইবনে নূহ) সামের উত্তরাধিকারী, যিনি উত্তর-পূর্বাঞ্চল থেকে এসেছিলেন এবং আদিত্যদের পূর্বপুরুষ ছিলেন। তিনি নূহের (نوح) পুত্র সাম (سام), সামের পুত্র ইরাম (إرم), ইরামের পুত্র আওয়াদের (উজ) (عوض) ছিলেন। ‘আদ ও ছামূদ উভয় গোত্রই ইরাম-এর দু’টি শাখা। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান থেকে শুরু করে হাযারামাউত ও ইয়েমেন পর্যন্ত তাদের বসতি ছিল। উল্লেখ্য যে, নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তিপূজা শুরু করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ