শেয়ার করুন বন্ধুর সাথে

প্রয়ােজনীয়তা যেসব স্থানে তার বা ক্যাবলভিত্তিক যােগাযােগ সম্ভব নয় যেসব স্থানে যােগাযােগের জন্য ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম অপরিহার্য। আবার প্রযুক্তির উৎকর্ষের ফলে প্রাপ্ত সুবিধাসমূহ পাওয়ার জন্য বিশেষ করে বহনযােগ্য ডিভাইস (ল্যাপটপ, কম্পিউটার, মােবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার) এর ক্ষেত্রে ওয়্যারলেস মাধ্যম ব্যবহার করা আবশ্যকীয়। প্রােডাক্টিভিটি চিন্তা করলে তার সংযােগ, ব্যবহারকারীর জন্য একটি জটিল ও ঝামেলাযুক্ত পদ্ধতি। পক্ষান্তরে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে ব্যবহারকারীর কমিউনিকেশন ডিভাইস যদি ওয়্যারলেস সাপাের্টেড হয়, তবে এ সংক্রান্ত জটিলতা খুব কমই থাকে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কম দূরত্ব অথবা অধিক দূরত্বের স্থানসমূহের মধ্যে যােগাযােগ অথবা তথ্য স্থানান্তর করা সম্ভব। সেক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ওয়্যারলেস মাধ্যম নির্বাচন করতে হবে। যেমন ১. রেডিও ফ্রিকুয়েন্সি কমিউনিকেশন ২. মাইক্রোওয়েভ কমিউনিকেশন ৩. ইনফ্রারেড শর্ট রেঞ্জ কমিউনিকেশন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ