শেয়ার করুন বন্ধুর সাথে

একটি নির্দিষ্ট সময়ে কোন চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ হিসেবে পরিমাপ করা হয়। ডেটা ট্রান্সমিশন-এর একককে bps (bit per second)-এ হিসাব করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয় তাকে bps বলে। এটিকে Band বা Bandwidth বলা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যান্ডউইথ একটি অতি পরিচিত গুরুত্বপূর্ণ শব্দ ও বিষয় । কম্পিউটার প্রযুক্তিতে ব্যান্ডউইথ বলতে প্রতি সেকেন্ডে ডাটা স্থানান্তরের হারকে বুঝায় । প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে । অর্থাৎ যে পরিমান ডাটা একটি নির্দিষ্ট সময়ে স্থানান্তরিত হয় তাই ব্যান্ডউইথ । ইন্টারনেট ও ডিজিটাল ডিভাইসগুলােতে ব্যান্ডউইথ শব্দটি বেশি ব্যবহৃত হয় । তবে এটি ফ্রিকোয়েন্সি বা ওয়েবলেনথ অর্থাৎ বেতার প্রযুক্তিতেও ব্যবহৃত নয় । ব্যান্ডউইথ সাধারনত bits per second ( bit / s ) এ পরিমাপ করা হয় । তবে সামগ্রিকভাবে জিবি ( GB ) বহুল পরিচিত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ