এতে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা নাই তবে, পায়ু পথে বীর্যপাত করলে সে মারাত্মক রোগে আক্রান্ত হবে, আপনি নিজেও যৌন ব্যধীতে আক্রান্ত হবেন, সিফিলিস গনোরিয়া ইত্যাদি। মেলামেশা করার জন্য একটা নিরাপদ পদ্ধতি না। এতে আপনার পায়খানার রাস্তায় ঘা হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। বারে বারে কেটে যাওয়ার কারণে রক্ত ক্ষরণ হতে পারে। এমন কি বারবার ক্ষতি হতে হতে আপনার FISTULA হতে পারে। এই দুইটা সমস্যায় অনেক ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয়। আপনার পায়খানার রাস্তার চামড়া মেলামেশা করার জন্য তৈরী হয় নাই। ঘর্ষণের কারণে এইখানে কাটা ছেড়া এবং তার পর ইনফেকশন হতে পারে. পাখনার রাস্তায় যোনিপথ থেকে বেশি জীবাণু থাকে। এর কারণে একবার কেটে গেলে সারতে চায় না এবং ইনফেকশন হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ