শেয়ার করুন বন্ধুর সাথে

সরল বেলন অভিক্ষেপের গুণাবলী ও বৈশিষ্ট্য (১) অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলাের সবই সরলরেখা। (২) অক্ষরেখা ও দ্রাঘিমারেখাগুলাের মর্ধবর্তী ব্যবধান সমান। (৩) দ্রাঘিমারেখাগুলাে অক্ষরেখাগুলােকে সমকোণে ছেদ করে। (৪) নিরক্ষরেখার উপরিভাগে স্কেল নির্ভুল হওয়ায় কেবলমাত্র নিরক্ষরেখার উপরেই দূরত্ব নির্ভুলরূপে দেখান হয়েছে। অন্যান্য অক্ষরেখায় এগুলাে বর্ধিত হয়েছে। (৫) দ্রাঘিমারেখার উপরিভাগের স্কেল নির্ভুল। (৬) নিরক্ষরেখা থেকে যতদূর যাওয়া যায় অক্ষরেখার স্কেল বেড়ে যাওয়ায় উচ্চ অক্ষাংশের দেশগুলাের আকৃতি বিকৃত হয়। (৭) অভিক্ষেপটি সম আয়তনিক বা অর্থোমরফিক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ