শেয়ার করুন বন্ধুর সাথে

মাউস ক্লিক তিন প্রকারের। যথাঃ ১) লেফট, ২) রাইট এবং ৩) ডাবল ক্লিক। ১। লেফট ক্লিক : কোন আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের বাম বােতামে একবার চাপ দেয়াকে লেফট ক্লিক বলা হয়। মাউস ক্লিক বলতে সাধারণত লেফট ক্লিকই বুঝায়। একে সিঙ্গেল ক্লিকও বলা হয়। ২। রাইট ক্লিক : কোন আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বােতামে একবার চাপ দেয়াকে রাইট ক্লিক বলা হয়। মাউসের দ্বারা করা অনেক কাজ সংক্ষিপ্তভাবে সম্পাদনের জন্য রাইট ক্লিক করা হয়। ৩। ডাবল ক্লিক : কোন ফাইল বা ডিরেক্টরী আইটেমের উপর মাউস পয়েন্টার রেখে ঘনঘন দুবার চাপ দেয়াকে ডাবল-ক্লিক বলে। সাধারণত কোন নির্দেশনা প্রয়ােগ কিংবা প্রােগ্রাম পরিচালনার জন্য ডাবল-ক্লিক করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ