শেয়ার করুন বন্ধুর সাথে

পলিমারের উপর টান বা পীড়ন প্রয়ােগের ফলে যেসব পলিমারের আকারের স্থায়ী পরিবর্তন ঘটে, তাদের প্লাস্টিক বলা হয়ে থাকে। প্লাস্টিক জাতীয় পদার্থগুলাে আংশিক কেলাসাকার এবং রাবারের তুলনায় বেশি শক্তিশালী হয়। তবে বেশ কিছু প্লাস্টিক আবার শক্ত, দৃঢ় ও অনমনীয়। যেমন- পলিস্টাইরিন, ফেনল-ফরমালডিহাইড রেজিন, ইউরিয়া-ফরমালডিহাইড রেজিন ইত্যাদি। আবার কিছু প্লাস্টিক আছে যেগুলাে নরম, কোমল ও নমনীয়। যেমন— পলিইথিলিন, পলিপ্রােপিন, পলিভিনাইল অ্যাসিটেট ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ