শেয়ার করুন বন্ধুর সাথে

কোনাে রাসায়নিক পরিবর্তনের সঠিক কারণ নির্দেশ করা কঠিন। তবে রসায়নবিদগণ মনে করেন যে, বিভিন্ন মৌলের পরমাণসমূহের পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা বা আসক্তি আছে। এ আসক্তির বিভিন্নতার কারণে বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন হয়। যেমন ধাতু-সমূহের সাথে অধাতুসমূহের মিলিত হওয়ার বিশেষ আসক্তি আছে। তাই সােডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সােডিয়াম ক্লোরাইডে পরিবর্তিত হয়। 2Na + Cl2 = 2NaCl আবার কপারের চেয়ে জিংকের ইলেকট্রন ছেড়ে দেয়ার প্রবণতা বেশি। তাই জিংক পরমাণু ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার সালফেট হতে কপার প্রতিস্থাপিত করে। CuSO4 + Zn = ZnSO4 + Cu

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ