শেয়ার করুন বন্ধুর সাথে

তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়। তাই আয়তনভিত্তিক দ্রবণের একক মােলারিটি পরিবর্তিত হয়। কিন্তু তাপমাত্রার বৃদ্ধির সাথে বস্তুর ভরের পরিবর্তন হয় না। তাই দ্রাবক এবং দ্রব উভয়ই গ্রাম এককে প্রকাশিত দ্রবণের মােলালিটির পরিবর্তন ঘটে না। তাই বর্তমানে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের জন্য মােলালিটি অধিক প্রচলিত। তাপমাত্রার পরিবর্তনে দ্রবণের মােলালিটি ঠিক থাকে। কিন্তু দ্রবণের মােলারিটির পরিবর্তন ঘটে। তাই মােলারিটির চেয়ে মােলালিটির সুবিধা বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ