পর্যায় সারণীর যে কোন পর্যায় বামদিকে গ্রুপ-IA থেকে শুরু হয়। আবার যেকোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার সংকোচনের কারণে আয়নীকরণ বিভবের মান ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এ কারণে সর্ববামে অবস্থিত IA গ্রুপের মৌলসমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম।

Talk Doctor Online in Bissoy App