শেয়ার করুন বন্ধুর সাথে

মোল হলো পদার্থের পরিমাপের একক। ১ মোল পরমাণুতে ৬.০২৩ × ১০২৩ টি পরমাণু থাকে। পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমান পাওয়া যায় তাকে ঐ পদার্থের এক মোল বলে। যেমনঃ NaCl অনুতে Na পরমানু আছে ১টি এবং Cl পরমানু আছে ১টি। অতএব, NaCl এর আণবিক ভর = ২৩ + ৩৫.৫ [ Na এর পারমানবিক ভর = ২৩ এবং Cl এর পারমানবিক ভর = ৩৫.৫ ] = ৫৮.৫ সুতরাং এক মোল NaCl = ৫৮.৫ g (গ্রাম) NaCl

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ