শেয়ার করুন বন্ধুর সাথে

কোনো স্থানে মুক্তভাবে ঝুলন্ত একটি চুম্বক শলাকা একটি নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করে। চুম্বকটিকে তার অবস্থান থেকে ঘুরিয়ে ছেড়ে দিলে অল্পক্ষণের মধ্যেই আবার তা পূর্বের অবস্থানে ফিরে আসে। কোনো স্থানে মুক্তভাবে ঝুলন্ত চুম্বকের চৌম্বক অক্ষ বরাবর এবং ভূ-পৃষ্ঠের সাথে লম্ব একটি তল কল্পনা করা হলে চুম্বক শলাকাটি ঐ তল বরাবর উপরে বা নিচে যেকোনো স্থানেই মুক্তভাবে স্থাপন করা হোক না কেন চুম্বটির চৌম্বক-অক্ষ ঐ তলে অবস্থান করবে। এরূপ তলকে চৌম্বক মধ্যতল বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ