Share with your friends

pH মূলত এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক। কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের পরিমাণই হলো pH। ফরাসি শব্দ Pouvoir Hydrogen (অর্থ Power of Hydrogen) থেকে pH সংকেতটি এসেছে। এর মাত্রা হলো ০-১৪। কোনো জলীয় দ্রবণের pH ৭ এর কম হলে তা এসিডীয় এবং বেশি হলে তা ক্ষারীয় হবে।

Talk Doctor Online in Bissoy App

pH হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। পি.এইচ দ্বারা মূলত হাইড্রজেন আয়নের ঘনত্ব বোঝায়। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পি.এইচ ৭ যাকে পি.এইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। 

Talk Doctor Online in Bissoy App