পুরুষ যদি উত্তেজনারশুরুতেই বীর্য ত্যাগ করে তবে তাকে অকাল বীর্যপাত বলে। নারীরসাথে দৈহিক মিলনের সময় পুরুষ নানা ভাবে নারীকে উত্তেজিত করে। এই সময় উভয়েই উভয়েই শরীর স্পর্শ করে এবং নানাভাবে আদর করে। অনেক পুরুষের এই সময়েই বীর্যপাত হয়ে যায়। এতে করে পরবর্তী যৌন উত্তেজনা আরতীব্র হয় না। অকাল বীর্যপাতের ব্যাপারে কয়েকটি পরামর্শ হলো– লিঙ্গে স্পর্শ না করা। প্রথমেই তীব্র উত্তেজিত না হওয়া । পারস্পরিক হস্তমৈথুন। লিঙ্গের উত্তেজনা ধরে রাখা ইত্যাদি । ফোঁটা ফোঁটা বীর্যপাত পুরুষের যৌন জীবনের একটি সমস্যা। বিভিন্ন শারীরিক এবং মানসিক কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। সাইকোজেনিক কারণে অবশ্য এই সমস্যা হয় বেশি। তবে বেশি মানসিক চিন্তা করবেন। বিভিন্ন পুষ্টি জনক খাবার খান।যেমন: দুধ,দই,কলা,এবং শাকসবজি খান। টিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ