মোটা হওয়ার জন্য এবং শরীরের ক্যালসিয়ামের অভাব পূরনের জন্য  এসব ঔষধ কোন কাজে দিবে না আর এই ঔষধ গুলো মূলত রুচি বর্ধক ও ভিটামিন এর  ঔষধ  যা সেবনে রুচি আসে ও স্বাস্থ্য ভিটামিন এর অভাব পূরন হয়। তবে আপনি আমলকি প্লাস কখনোই খাবেন না এই ঔষধে খুবেই বেশি পার্শ্বপ্রতিক্রিয়া যা পরবর্তীতে লিভারে সমস্যা করে।  আপনি চিকিৎসক এর পরামর্শে সিনকারা ও দুপুরে একটা করে ১৫ দিন ক্যালবো ডি খেতে পারেন । তাহলে ভিটামিন ও ক্যালসিয়াম এর অভাব পূরন হবে ইনশাআল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ