আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটারে অ্যাপ ডাউনলোডের জন্যে Windows Store রয়েছে। কিন্তু আমরা অনেক ব্যবহার করি না। আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্লে স্টোর থেকে কম্পিউটারে অ্যাপ ডাউনলোড করবেন।  প্রথমে আপনার পিসি থেকে গুগল প্লে ষ্টোরে ভিজিট করুন।  প্রথমে উল্লেখিত লিংকের টিকানায় যান।  তারপর URL থেকে (=) থেকে পরের অংশ কপি করুন।   এই লিংকে প্রবেশ করুন।  কপি করা লিংক পেস্ট করুন এবং Generate option এ ক্লিক করুন।  জেনারেট হলে Click here to download option পাবেন সেখানে ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে। আশা করি পোস্ট টি ভালো লাগবে।     

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ