সকল পিলের সেবনবিধি ও কার্যকারিতা এক নয়।বিভিন্ন পিলের কার্যকারিতা ও সেবনবিধি ভিন্ন ভিন্ন। যেমনঃ ইমকন ১,নরপিল,আইপিল,নোরিস্ক ৭২ ঘন্টা বা তিন দিন পর্যন্ত এবং পিউলি ১২০ ঘন্টা বা পাঁচদিন পর্যন্ত কাজ করে।আবার নোরিস্ক এর পাতায় দুটি পিল থাকে,যা প্রথমটি সেবনের ১২ ঘন্টা পর সেবন করতে হয়।আর যেকোন ইমারজেন্সী পিল সেবনের ৩ ঘন্টার মধ্যে বমি হলে আবার একটি ইমারজেন্সী পিল সেবন করতে হবে।তবে নিরাপদ পিলগুলো সাধারণত একটানা সেবন করতে হয় যতদিন বাচ্চা না নেবার ইচ্ছা থাকে ততদিন পর্যন্ত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ