শেয়ার করুন বন্ধুর সাথে

ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। এ শব্দটি প্রথম ব্যবহার হয় ফরাসি নাট্যকার কবি অ্যান্টোনিন আরচিউড এর ‘দ্যা থিয়েটার এন্ড ইটস ডাবল’ বইটিতে। ভার্চুয়াল রিয়েলিটিতে  ত্রি-মাত্রিক  ইমেজ তৈরির মাধ্যমে অসম্ভব কাজও সম্ভবপর হয়। ইচ্ছে করলেই যে কেউ এখন অজপাড়াগাঁ এর ছোট্ট শিশুটির স্বপ্নের দেশ ‘চাঁদের দেশ’ অর্থাৎ চাঁদের মাটিতে হেটে আসতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা কিংবা জুরাসিক পার্কের সেই আতিকায় ডায়নোসরের তাড়াও খাওয়া যায়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন হতে পারে,বাস্তবের ন্যায় দৃশ্য উপভোগ করতে এবং বাস্তবের ন্যায় অনুভূতি  প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে পারে।আর জানতে ক্লিক করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ