Amr 1st C-section ar 2 years 4 month por 2nd C-section hoice Akon 2 month pray.1st ar bar temon kicu feel korinay but 2nd C-section ar por bam pa ar hatur joint a betha Kore shiri diye namar shomoy.r bam paye shuile kmon Jani obosh obosh lage ata Howar karon ki r protikar jante chacci...


Share with your friends
Unknown

Call

সি-সেকসনের পরে অনেকেরই হাটু ব্যথা, এবং পায়ে অবস অবস লাগতে পারে বিশেষ করে সি-সেকসনের রোগীদের স্পাইনাল ও স্নায়বিক সমস্যা থেকে হয়ে থাকতে পারে, এছাড়াও হাটু ব্যথা ক্যালসিয়াম, ভিটামিন ‘ডি’, ‘এ’ ও ‘সি’ অভাব এবং অতিরিক্ত ওজন, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্ট্রিওআর্থ্রাইটিসের কারণে হতে পারে। শীতে স্নায়ুর সহ্যক্ষমতা কম থাকে এবং অল্পতেই উত্তেজিত হয় বিধায় ব্যথার অনুভূতি বেড়ে যায়।

 হাটু এবং কোমরের নিচের দিকে পানির সেঁক ব্যবহার করতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ঔষধ খাওয়া এবং ব্যথানাশক জেল  ম্যাসাজ করা ও প্রয়োজনীয় চিকিত্সায় সমাধান পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App