শেয়ার করুন বন্ধুর সাথে

আগামী ৫ এপ্রিল রোববার থেকে সীমিত পরিসরে ডাকঘর বা পোস্ট অফিসগুলো খোলা থাকবে। ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেন, সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল সেবা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগামী রোববার ৫ এপ্রিল থেকে দেশের সব ডাকঘর বা পোস্ট অফিস সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকবে। এসব ডাকঘর থেকে বিশেষ ব্যবস্থায় ডাকঘর সঞ্চয় ব্যাংকের লেনদেন এর পাশাপাশি সীমিত আকারে ই-কমার্স, মোবাইল মানি অর্ডার এবং পার্সেল করা যাবে। দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সরকার কর্তৃক ঘোষিত ছুটির সময় জনস্বার্থে ডাকসেবা অব্যাহত রাখার জন্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে বলা হয়, কোনো পার্সেল গ্রাহকের ঠিকানায় গিয়ে বিতরণ করা হবে না। গ্রাহককে মুঠোফোনে জানানো হবে ই-কমার্স ও পার্সেল বুঝে নিতে। সেটি সংশ্লিষ্ট ডাকঘর থেকে গ্রাহককে সংগ্রহ করতে হবে। ই-কমার্স, পার্সেল গ্রহণ ও প্রেরণের ক্ষেত্রে জীবন রক্ষাকারী ওষুধ এবং করোনা ভাইরাস মোকাবিলাসংক্রান্ত সামগ্রী অগ্রাধিকার পাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ