ভাই, রক্ত ডোনেট করার সময় খেয়াল করলে দেখতে পারবেন যে, যেই ব্যাগে রক্ত সংগ্রহ করা হয় সেই ব্যাগে আগে থেকেই কিছু এন্টিজেন রাখা থাকে। আর সেই এন্টিজেনই রক্তকে জমাট বাঁধতে দেয়না। সাধারনত আমরা যে রক্তের  ব্যাগে রক্ত ডোনেট করি তাতে ৫০ মিলি এন্টিজেন আগে থেকে দেওয়া থাকে আর ৪২৫ থেকে ৪৫০ মিলি রক্ত আমাদের শরীর থেকে যায়। আশা করি  আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ