রিক্সাওয়ালা - 

আলীমুশ্বান সাইমুন 

তিন চাকার গাড়ি আমি গরিবের কাছে অনেক দামি,

 মালিক আমার প্যাডেল ঘুরায়ে কামাই করে দু চার পয়সা কড়ি ।

 শহরের বড় বাবু-আপারা ডাকে ঔ রিক্সাওলা যাবিরে

 অসহ্য রোদে ও বৃষ্টিতে পুড়ে মালিক আমার গন্তব্যে পৌছায় সাহেবকে, 

তবুও একচুল নরিলেই গালি শালা ঠিক করে চালাতে পারিস না রিক্সাটাকে, 

কখোন বা ক্ষমতার বাহাদুরিতে রিক্সাওলার উপহার লাথি,থাপ্পড়,গাল মন্দ আরও কত কি যে । 


হন্ত দন্ত হয়ে হস্তির মতো কিছু মানব এসে চরে আমার পিঠে 

ব্যস্তার ভাষায় ধমকায় ঐ রিক্সাওয়ালা তাড়া তাড়ি যাওরে,

 টাকাওলারা ভাবে, রিক্সাওলারা ছোট লোক, নিচু জাত,সুযোগে সত ব্যবহার করে, 

আমি বলি নতয়তো সে চোর, দুমুঠো অন্য যোগায় মাথার ঘাম পায়ে ফেলে। 


গরিব বলে ঘৃনার চোখে দেখনা বন্ধু রিক্সাওয়ালাকে , 

তারা বড়ই অভাবী,পথে ঘাটে অত্যাচার এর শিকার সর্বদা এই বাংলাতে, 

চিন্তা করে দেখ তারা রিক্সা না চালালে দ্রুত গন্তব্যে পৌছাবে তোমরা কেমন করে ।


 দূর্নীতি,নারী, মদের নেশায় বিভর যখন তোমরা জগতে,

 রিক্সাওলারা পরিবারের মুখে হাসি ফোটাতে দুবেলার খালি পেটের অন্নের সন্ধানে, 

তখন মাথার ঘাম পায়ে ফেলে, সারা রাত দিন ভর পরিশ্রম করে। 

বন্ধু কর্ম দেখে ঘৃনা করোনা কাউকে

 মানুষের বড় ধর্ম হালাল কর্ম এ জগতে

 হে মানুষ করো সম্মান হোক ছোট, বড়, উচু,নিচু,কালো,সাদা সব কিছু ভুলে,

 সবই তো খোদার সৃষ্টির অব কাঠামো যে।

 দুই দিনের এই দুনিয়াতে সবাই মুসাফিররে

 অর্থের বড়াই ধ্বংশের দারে সপে দিয়োনা নিজেকে

 রিক্সাওয়ালারাও মানুষ তোমার মত এই সুন্দর দুনিয়াতে ।




শেয়ার করুন বন্ধুর সাথে