আমরা প্রয়োজনের তাগিদে বিভিন্ন ধরনের থার্ড পার্টি(third party) অ্যাপস ব্যবহার করি।যেগুলো আমাদের ফোনের বিভিন্ন এক্সেস চেয়ে থাকে।আপনি যদি না বুঝে সব এক্সেস দিয়ে থাকেন তাহলে আপনার ফোনের তথ্য চুরি হয়ে যেতে পারে।যেমন কোন call recorder, third party অ্যাপস আপনার ফোনের গ্যালারির এক্সেস চেয়ে থাকে তাহলে সেটা কখনোই দিবেন না।যদি সম্ভব হয় সাথে সাথে uninstall করে দেন। তাই যেকোন অ্যাপের এক্সেস দেওয়ার আগে ভালো করে দেখবেন যে অ্যাপের যে কাজ তা ব্যাতীত অন্য কিছুর পারমিশন দিবেন না।


Share with your friends