শেয়ার করুন বন্ধুর সাথে
Call

লিংগ বা পেনিস বড় বা মোটা করার কোনন কার্যকরী ঔষুধ এখন পর্যন্তও আবিষ্কার হয় নাই।লিংগের আকার নির্ভর করে ভৌগলিৃক পরিবেশ ও বংশের উপর।অর্থ্যাৎ বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষদের লিংগের সাইজ গড়ে ৪-৬.৫ ইঞ্চি।তবে কারো কারো এর চেয়ে ছোট বা বড়ও হতে পারে।এবং আপনার বংশের পুরুষদের পেনিসের সাইজ যদি ৪-৫ হয় তাহলে আপনারও তাই হবে অথবা তাদের সাইজ যদি ৬-৭ হয় তাহলে আপনারও ৬-৭ ইঞ্চি সাইজ হবে।তাই এ নিয়ে।অযথা টেনশন করবেন না।কারণ,গবেষণায় দেখা গিয়েছে যে,স্ত্রীকে সুখ দেওয়ার জন্য ৩ ইঞ্চি লিংগই যথেষ্ট,শুধু দরকার কৌশল/পদ্ধতি এবং দীর্ঘ সময় মিলন।তবে অনেক সময় নানা ধরনের সমস্যা এবং বদ অভ্যাসের (হস্তমৈথুনের) কারনে পেনিস এর মাংশ পেশি সংকুচিত হয়ে পেনিস ছোট হয়ে যেতে পারে।তাই পেনিস ও ভবিষ্যত যৌন সম্পর্ককে রক্ষা করতে চাইলে অবশ্যই অবশ্যই হস্তমৈথুন ১০০% ত্যাগ করুন। তবে কিছু কিছু ব্যায়াম আছে সেগুলো করলে কিছুটা ফল পাওয়া যায়।যেমন:-কেজেল(kegel),পেলভিক ফ্লোর(pelvic floor).এ দুইটা ব্যায়াম একটু করুন।পেনিস সহ সমস্ত যৌন বিষয়ে উপকার হবে। ইউটিউবে এর নিয়ম পাবেন।আর না বুঝলে।আমায় আবার mail করতে পারেন, "[email protected] ". আর কিছু জানার থাকলে বলতে পারেন...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ