শেয়ার করুন বন্ধুর সাথে
Call

একই জিনের বিভিন্ন সংস্করণ বিদ্যমান থাকে। সংস্করণগুলো একই ধরনের বৈশিষ্ট্যকে ভিন্ন রূপে বা মাত্রায় প্রকাশ করতে পারে। 


উদ্ভিদের জিনের খাটো সংস্করণ t এবং লম্বা T। যখন প্রজননকালে T এবং T বৈশিষ্ট্য মিলিত হয় তখন উদ্ভিদের মধ্যে লম্বা বৈশিষ্ট্যটি দেখা যায়। আবার t - এর তুলনায় T প্রচ্ছন্ন বলে tT মিলিত হয়েও লম্বা বৈশিষ্ট্যটি ফুটিয়ে তুলতে পারে। 


তবে সেক্ষেত্রে এই ধরনের উদ্ভিদের পরবর্তী প্রজন্মের এক চতুর্থাংশ খাটো হওয়ার সম্ভাবনা থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ