ঘটনাটা হঠাৎ করেই ঘটল। তিন বন্ধু একদিন এক বটগাছের তলায় বসে কথা বলার সময়ই হঠাৎ ইচ্ছা পূরণ দৈত্যকে পেয়ে যায়।দৈত্য প্রত্যক জনকে একটি করে ইচ্ছে পূরণ করার প্রতিশ্রুতি দিল। প্রথম বন্ধু বলল, আমি আমেরিকা যেতে চাই। দৈত্য  অমনি তাকে আমেরিকাে পৌছে দিল। দ্বিতীয় বন্ধু বলল,আমি অষ্টেলিয়া যেতে চাই। দৈত্য অমনি তাকে অষ্টেলিয়া পাঠিয়ে দিল। এবার তৃতীয় বন্ধুকে দৈত্য তার ইচ্ছে কথা বলতে অনেুরোধ করলো। তৃতীয় বন্ধু বলল-দৈত্য মামা, আমি নিন্তাত একজন সাধারন মানুষ এবং মনে প্রনে বাঙ্গালী। আমার নিকট আত্মীয় বলতে ঐ দুই বন্ধু ছাড়া কেউ নেই। তাই আমার বিদেশ গিয়ে টাকা উপারজনের দরকার নেই। আমার বন্ধুরা তদের সুখের জন্য বিদেশ গিয়েছে আমাকে একা ফেলে রেখে। কিন্তু আমি তদের মত নিষ্টুর নই।আমার তো সারা জীবন শুধু একটায়  চাওয়া, আমরা তিন বন্ধু হিংসা লোভ দুরে ঠেলে যেন  একসাথে সুখে শান্তিতে কাটাতে পারি। দয়া করে তুমি আমার দু্ই বন্ধুকে আমার কাছে ফিরিয়ে দাও। অমনি দৈত্য অপর দুই বন্ধুকে বটতলায় ফিরিয়ে দিল।


শেয়ার করুন বন্ধুর সাথে