18 বছরের কম বয়সি শিশুদের সাধারনত অালাদা পাসপোর্ট না হলেও চলে তবে পিতা মাতা যে কোন একজনের পাসপোর্টের সাথে এনডোর্স করলেই যথেষ্ট। ভিসা ফরমে শিশুর ছবি সহ বিস্তারিত উল্লেখ করতে হবে অনেক ক্ষেত্রে শিশুদের জন্য অালাদা ভিসা ফরম থাকে।  শিশুর পরিচয় নিশ্চিত করার জন্য জন্ম সনদ বা অাই.ডি কার্ড সাথে রাখবেন না হলে অনেক সময় ইমিগ্রেশন অনেক ঝামেলা করে। 

ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ