Najmuljs7

Call

গণিত শাস্ত্রের কোন আবিষ্কারক বা উদ্ভাবক নেই। প্রাচীন কোন এক কাল থেকে এটি শুরু হয়ে আসছে। প্রাচীন ব্যাবিলন গণিত প্রথম কাজ করেছিল। তবে..

স্যার আইজ্যাক নিওটন -  ফাংশন এর শূন্যের দিকে গমন এবং তারা কিভাবে তাদের প্যাটার্ন দেখায় তার উপর চিন্তা থেকে ইনি ক্যালকুলাস আবিষ্কার করেন । যেমনটি আমি আগে বলেছিলাম আবিষ্কারক মানে এই নয় যে উনি ই প্রথম এই ধারণা দিয়েছেন । আমি হলপ করে বলতে পারি নিওটন এর লেখা Principia Mathmatica বই এর ধারনাটি উনার আগে কারও না কারও মাথায় অবশ্যই এসেছিল ।

বীজগণিত এর আবিষ্কারক হিসেবে আমরা মোঃ বিন মুসা আল-খোয়ারিজমি - কেই চিনি , যিনি একজন গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ।  তাই বলে এটা প্রমানিত হয় না যে , উনিই প্রথম এই ধারণার আবিষ্কারক ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shawn

Call

এরিস্টটলের মতে,খ্রিষ্টপূর্বের জম্মের প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন মিশরীয় পুরোহিতরা অনুষ্ঠানিকভাবে গণিতের অভিষেক ঘটান।কে বা করা এটা জানা যায়নি!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ