Call

নন্দিনী তোমার ওই চোখের চাহনী কোথায় লুকিয়েছ?কতদিন দেখিনি। তুমি নাকি এখন আর হাসোনা? ঘৃণা জমিয়ে মনে কাউকেই ভালোবাসনা? কৃষ্ণবরণ মেয়ে তুমি কাজল কালো চোখ এলোকেশী নূপুর পায়ে ছড়াও দিবসালোক। পাপিষ্ঠের ভুজ স্পর্শিত করেছে ওই মুখ তারাই আবার কুলটা বলে পায় সুখ আয়না আজ নিজেরে তোমার দেখতেও ভয় নন্দিনী তোমার এই চিৎকার কি প্রকৃতির সয়? অবরুদ্ধ করে স্বর দিওনাকো প্রশ্রয় হার মেনে অন্ধকারে খুঁজো নাকো আশ্রয় তুমিতো সেই যে দিয়েছিলে বীরেরে জন্ম ব্যথিতরে সেবা দিয়ে মুখে দিয়েছিলে অন্ন কুলষিত তো সমাজ,তুমি তো দায়ী নও নিজেরে নিজে বন্দী করে কি সুখ পাও? বীরাঙ্গনা মুখ তুলেছে বলেছে কথা সমাজের মুখে ছাই দিয়ে ভেঙ্গেছে প্রথা ঘর ছেড়ে বাইরে এসো নীল আকাশের নিচে মৃদাঙ্গের তালে নাচো স্মৃতিকে মুছে। অসম্বৃত আলোক হাতে এসো শারদো প্রভাতে নটরাজের নষ্টামি ধ্বংস করো ত্রিশুল হাতে। রচিত হবেনা আর সীতা বির্ষজনের কাহিনী ধ্বংস হবে রাবণ শুনে তোমার ওই রাগিনী। নন্দিনী নিজেরে আর গুটিয়ে রেখেনা আয়নায় মুখ দেখতে তুমি ভয় পেওনা। বর্ষায় স্নান করে শুদ্ধ করো প্রাণ কুয়াশা মাড়িয়ে জানাও বসন্তরে আহ্বান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ