শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি অনুচ্ছেদটি এভাবে লিখতে পারেন।

একজন লোকের বেশ ক'জন বন্ধু থাকতে পারে,তবে তাদের মধ্যে কোন একজন হতে পারে সবার চেয়ে ভালো। আমার কিছু অন্তরঙ্গ বন্ধু আছে। তাদের মধ্যে সজল আমার সবচেয়ে প্রিয় বন্ধু। সে আমার একজন সহপাঠী। আমরা তিন বছর থেকে একত্রে পড়াশোনা করছি। সজল উত্তম নৈতিক চরিত্রের অধিকারী। কর্কশ ব্যবহার সে জানেই না। ভাল ছাত্র হওয়ায় শিক্ষকগণ তাকে ভালবাসেন। সে খুব মিশুক প্রকৃতির,সকলেই তাকে পছন্দ করে। সে শুধুমাত্র একজন ভাল ছাত্র নয়,ভাল ক্রিকেটারও বটে। খেলার মাঠে তার সাফল্যে আমি গর্বিত। সত্যি বলতে কি,আমি তাকে খুবই পছন্দ করি এবং সে_ও আমাকে হৃদয় দিয়েই পছন্দ করে। প্রকৃতপক্ষে,তার মহৎ হৃদয় এবং সুন্দর ব্যবহারই আমাকে তার বন্ধু হতে আকর্ষণ করেছে। যখন আমি তার বাড়িতে যাই তখনই দেখি সে তার ছোট ভাই-বোনকে পড়াশোনা করতে সাহায্য করছে। আমিও তার সাথে পড়াশোনার ব্যাপারে আলোচনা করি। তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে তার সততা। আর সে কখনো কারো নিন্দা করে না। সুতরাং অন্য সকলের মধ্যে সজলকে আমি বন্ধু হিসেবে বেশি পছন্দ করি এবং সে_ও আমাকে সত্যিকারভাবেই বুঝতে পারে এবং অনুভব করতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ