Call

জীবনের উৎপত্তি সম্পর্কে তিনটি আধুনিক মতবাদ হল :
 (i) অ্যামাইনাে অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি: আনুমানিক 260 কোটি বৎসর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন, অ্যামােনিয়া, হাইড্রোজেন এবং জলীয় বাষ্প ছিল; কিন্তু, অক্সিজেন গ্যাস ছিল না। বজ্রপাত-এর ফলে এবং অতিবেগুনী রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থগুলি মিলিত হয়ে অ্যামাইনাে অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড তৈরি করে।
(ii) প্রােটীন অণুর উৎপত্তি : অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড থেকে ক্রমে প্রোটীন অণুর সৃষ্টি হয়।
(iii) প্রােটীন অণুর প্রতিরূপ গঠনের ক্ষমতা অর্জন তথা জীবনের উৎপত্তি ও প্রােটীন অণুগুলি ক্রমে নিজেদের মতাে অণু গঠন করার ক্ষমতা অর্জন করে। এখানেই জীবনের সূত্রপাত বলা যায়। এই সমস্ত প্রােটিন অণু থেকে কালক্রমে সালোকসংশ্লেষকারী, স্বভােজী, এককোষী উদ্ভিদ সৃষ্টি হয়। এই উদ্ভিদের সালােকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্যাস বায়ুমণ্ডলে জমতে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ