Call

সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 460 কোটি বৎসর আগে। উৎপত্তির ঠিক পরেই পৃথিবী ছিল জলন্ত এক গ্যাসপিণ্ডের মতাে। কোটি কোটি বৎসর ধরে তাপ-বিকিরণের ফলে, পৃথিবী ক্রমে ঠাণ্ডা হতে থাকে এবং গ্যাসপিণ্ড ঘনীভূত হয়ে তরল অবস্থায় পরিণত হয়। ক্রমাগত এইভাবে তাপ-বিকিরণের ফলে পৃথবীর উপরিভাগ স্তরে স্তরে কঠিন হতে শুরু করে এবং জলীয় বাষ্প উপরের দিকে উঠে, মেঘ সৃষ্টি করে। মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে পৃথিবীতে জল ভাগের সৃষ্টি হয়। এভাবে ক্রমশ পৃথিবীর স্থলভাগ ও জলভাগ আরও ঠাণ্ডা হয়। এর পর থেকেই পৃথিবীতে জীবনের অস্তিত্বের সূচনা হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ