শেয়ার করুন বন্ধুর সাথে
Call

উদ্ভিদ ও জীবজগতের সক্রিয় ভূমিকা মৃত্তিকা সৃষ্টির অন্যতম জৈব ভিত্তি I যেমন :-I. প্রেইরী ও স্টেপ বনভূমি অঞ্চলের জৈব পদার্থ চার্ণোজেম ; II. উদ্ভিদের বর্জ্য পদার্থ থেকে হিউমাস সমৃদ্ধ মাটি ; III. সরলবর্গীয় বৃক্ষ অঞ্চলে আম্লিক পডজল মৃত্তিকার সৃস্টি হয় I IV. মাটিতে বসবাসকারী কেঁচো, পিঁপড়ে, উই ইত্যাদি প্রাণী বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক ক্রিয়াকলাপে মৃত্তিকার গ্রথন ও রাসায়নিক গঠনে পরিবর্তন আনে I V. ব্যাকটেরিয়া, প্রটোজোয়া প্রভৃতি আণুবীক্ষণিক জীব গোষ্ঠী জৈব পদার্থ গঠণ, হিউমাস গঠণ, জারণ-বিজারণের মাধ্যমে মাটি গঠনে সাহায্য করে I

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ