Share with your friends
Call

বিজ্ঞানসম্মত উপায়ে মাটির উত্পত্তি, এর রাসায়নিক উপাদান, প্রাকৃতিক গুণাগুণ, গঠণ বৈচিত্র, উত্পাদন ক্ষমতা, জলবায়ুর প্রভাব, উদ্ভিদের প্রভাব, শ্রেণীবিভাগ প্রভৃতি পর্যলোচনা করাকে মাটি বিজ্ঞান বলে I পেডোলজি বলতে মাটি বিজ্ঞানকে বোঝায় I বিজ্ঞানী রবিনসন মনে করেন ‘মাটি বিজ্ঞান হচ্ছে রসায়ন, পদার্থ, ভূতত্ব প্রভৃতি পরষ্পর নির্ভরশীল বিষয়গুলোর সমন্বয়ে গঠিত বিজ্ঞান I’

Talk Doctor Online in Bissoy App